মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগ থেকে শুরু হওয়া
চলমান আন্দোলনের সঙ্গে এবার একাত্মতা ঘোষণা করেছে কলকাতার ফেসবুক কমিউনিটি। গতকাল মঙ্গলবার বিকেলে কলকাতার একাডেমি অব ফাইন আর্টস চত্বরে এক সমাবেশে
শাহবাগের সঙ্গে সংহতি জানায় তারা।
সমাবেশে বক্তব্য দেন ফেসবুক কমিউনিটির পংকজ রায়, অরূপ চক্রবর্তী, অনিরুদ্ধ ভট্টাচার্য, মনিরুল হক, দীপ্তিমান বসু প্রমুখ। তাঁরা বলেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বাংলাদেশের নতুন প্রজন্ম যে আন্দোলন শুরু করেছে তার সঙ্গে তাঁরা আছেন, থাকবেন ও সহযোগিতা করবেন। তাঁরা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান। তাঁরা আরও বলেন, ‘আমরা তরুণ প্রজন্মের এই আন্দোলনের পাশে আছি এবং থাকব। আমরা বিশ্বাস করি, এই আন্দোলনে জয়ী হবে বাংলাদেশের তরুণ প্রজন্ম।’
এর আগে ফেসবুক কমিউনিটির পক্ষ থেকে দীর্ঘ পাঁচ দিন ধরে আন্দোলনের পক্ষে স্বাক্ষর সংগ্রহ অভিযান চলে।
একাডেমি অব ফাইন আর্টস চত্বরে সমাবেশ শেষে ফেসবুক কমিউনিটির উদ্যোগে ‘শাহবাগের পাশে আমরাও’ ব্যানার নিয়ে এক মিছিল ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে তারা শাহবাগ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে মোমবাতি প্রজ্বালন করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন