সোমবার, ১৮ মার্চ, ২০১৩

জেল থেকে ছাড়াতে শিবির নেতাকে প্রত্যয়নপত্র প্রদান

জনকণ্ঠ ॥ নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ১৭ মার্চ ॥ পুলিশের উপর হামলাকারী ছাত্রশিবির নেতাকে জেলখানা থেকে ছাড়াতে প্রত্যয়নপত্র দিলেন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান। এ নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা গফরগাঁও ইউনিয়নে। জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ঢাকায় বায়তুল মোকাররম মসজিদ থেকে জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের ক্যাডাররা পুলিশের ওপর হামলা করে।
এ সময় হামলাকারীরা মসজিদের কার্পেটেও আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পুলিশ জামায়াত ও ছাত্রশিবিরের হামলাকারীদের গ্রেফতার করে। এতে গফরগাঁও উপজেলার মহির খারুয়া গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিভাগের ২য় বর্ষের ছাত্র কামাল উদ্দিন গ্রেফতার হয়। এ সময় তার পকেটে ইসলামী ব্যাংকের ৪৯ হাজার টাকার একটি চেক ও কিছু লিফলেট পাওয়া যায়। পরে কৌশলে তাকে জেলখানা থেকে ছাড়াতে গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম খোকন গত ২৬ ফেব্রুয়ারি একটি প্রত্যয়নপত্র দেয়। প্রত্যয়নপত্রে তিনি উল্লেখ করেন কামাল উদ্দিন আমাদের এলাকার গর্ব, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আমার জানামতে তিনি কোন দেশ বা সমাজবিরোধী কার্যকলাপে লিপ্ত নয়। আটককৃত শিবির নেতাকে জেল খানা থেকে মুক্ত করতে তার ছোট ভাই জনি এ্যাডভোকেটের মাধ্যমে আদালতে উক্ত প্রত্যয়নপত্র দাখিল করে। এ ঘটনায় এলাকায় জানাজানি হলে স্থানীয় আওয়ামী লীগ কর্মী সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন