জনকণ্ঠ ॥ শংকর কুমার দে ॥ শাহবাগ প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চের
অন্যতম সংগঠক ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভন হত্যার এক মাস পরও মূল
পরিকল্পনাকারী ও প্রধান হোতা নর্থ সাউথ ইউনিভার্সিটির শিবির নেতা এখনও
গ্রেফতার হয়নি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গ্রেফতারকৃত ৫ ছাত্রের ডিএনএ
পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠিয়েছে
ডিবি। নিহত রাজীবের হাতের মুঠোয় পাওয়া চুল, আটক ৫ ছাত্রের রক্ত, আলামত
ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গোয়েন্দা পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ফয়সাল বনি নাইম (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রোমান (২৩), নাঈম সিকদার (১৯) ও নাফিস ইমতিয়াজের (২২) ডিএনএ টেস্ট করা হচ্ছে। তাদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার পর তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে তারা নিহত রাজীবের হাতের মুঠোয় যে চুল পাওয়া গেছে তাদের নয় বলে জানিয়েছে। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ সংবাদপত্রে ডিবির এক কর্মকর্তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামিদের ডিএনএ টেস্ট করার জন্য আদেশ দেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের(ডিবি) মোল্লা নজরুল ইসলাম শনিবার দৈনিক জনকণ্ঠকে জানিয়েছেন, গ্রেফতারকৃত ৫ ছাত্রের ও নিহত রাজীবের চুল, রক্ত, আলমত ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। ডিএনএ টেস্ট হলে জানা যাবে নিহত রাজীবের হাতের মুঠোয় কার চুল ছিল। মূল আসামি নিহত রাজীব হত্যার পরিকল্পনাকারী নর্থ সাউথ ইউনিভার্সিটির শিবির নেতাসহ এখনও যারা গ্রেফতার হয়নি তারা খুব শীঘ্রই ধরা পড়ে যাবে বলে জানান তিনি। তদন্তকারী অফিসার (আইও) মাইনুল ইসলাম বলেছেন, রাজীব হত্যার মূল হোতা ও পরিকল্পনাকারী শিবির নেতাসহ অপর হত্যাকারীদের গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে। পাঁচ ছাত্রের ডিএনএ পরীক্ষাা রিপোর্ট কবে আসবে জানতে চাইলে তিনি জানান, এটা কবে আসবে তা যারা ডিএনএ পরীক্ষা করছে তাদের ওপর নির্ভর করছে। উল্লেখ করা যেতে পারে, গত ১৫ ফেব্রুয়ারি অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে নিহত হন রাজধানীর পল্লবীর পলাশনগরে নিজ বাসার সামনে শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান গণআন্দোলনের অন্যতম নেতা ব্লগার রাজীব হায়দার শোভন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ফয়সাল বনি নাইম (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রোমান (২৩), নাঈম সিকদার (১৯) ও নাফিস ইমতিয়াজের (২২) ডিএনএ টেস্ট করা হচ্ছে। তাদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার পর তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে তারা নিহত রাজীবের হাতের মুঠোয় যে চুল পাওয়া গেছে তাদের নয় বলে জানিয়েছে। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ সংবাদপত্রে ডিবির এক কর্মকর্তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামিদের ডিএনএ টেস্ট করার জন্য আদেশ দেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের(ডিবি) মোল্লা নজরুল ইসলাম শনিবার দৈনিক জনকণ্ঠকে জানিয়েছেন, গ্রেফতারকৃত ৫ ছাত্রের ও নিহত রাজীবের চুল, রক্ত, আলমত ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। ডিএনএ টেস্ট হলে জানা যাবে নিহত রাজীবের হাতের মুঠোয় কার চুল ছিল। মূল আসামি নিহত রাজীব হত্যার পরিকল্পনাকারী নর্থ সাউথ ইউনিভার্সিটির শিবির নেতাসহ এখনও যারা গ্রেফতার হয়নি তারা খুব শীঘ্রই ধরা পড়ে যাবে বলে জানান তিনি। তদন্তকারী অফিসার (আইও) মাইনুল ইসলাম বলেছেন, রাজীব হত্যার মূল হোতা ও পরিকল্পনাকারী শিবির নেতাসহ অপর হত্যাকারীদের গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে। পাঁচ ছাত্রের ডিএনএ পরীক্ষাা রিপোর্ট কবে আসবে জানতে চাইলে তিনি জানান, এটা কবে আসবে তা যারা ডিএনএ পরীক্ষা করছে তাদের ওপর নির্ভর করছে। উল্লেখ করা যেতে পারে, গত ১৫ ফেব্রুয়ারি অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে নিহত হন রাজধানীর পল্লবীর পলাশনগরে নিজ বাসার সামনে শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান গণআন্দোলনের অন্যতম নেতা ব্লগার রাজীব হায়দার শোভন।
পল্লবী থানায় এই হত্যাকা-ের পর নিয়মিত মামলা দায়ের করা হয়। পল্লবী থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য (পশ্চিম) বিভাগ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে র্নথ সাউথ ইউনিভার্সিটির পাঁচ শিক্ষার্থীকে।
গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে গণজাগরণ মঞ্চ স্থাপিত হওয়ার পর থেকে একের পর এক উদ্যোক্তা, প্রজন্ম সেনাদের (ব্লাগার) হত্যার হুমকি দিয়ে চলেছে যুদ্ধাপরাধীরা। গত ১৪ জানুয়ারি রাতে উত্তরায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন ব্লগার আসিফ মহিউদ্দিন। এ ঘটনার পর বিষয়টি পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থা অবহিত হওয়ার পরও তেমন কোন গুরুত্ব দেয়নি তারা। এ কারণে পল্লবীর নিজ বাসার সামনে রাতের আঁধারে কুপিয়ে হত্যার শিকারে পরিণত হয়েছে প্রজন্ম সেনা আহমেদ রাজীব হায়দার শোভন। তাকে হত্যার মাত্র বিশ দিনের মাথায় একই কায়দায় রাতের আঁধারে পল্লবীতে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে প্রকৌশলী সানিউর রহমানকে। সানিউর রক্তাক্ত জখমের চিকিৎসা নিয়ে বাড়ি না ফিরতেই নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির মেধাবী পুত্র তানভির আহমেদ ত্বকীকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।
মাত্র এক মাসের ব্যবধানে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও তাদের পরিবারের এক সন্তান খুনসহ মোট দু’ জন খুন ও দু’ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। প্রকৃত খুনী ও খুনের পরিকল্পনাকারী মুল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। রাজীব হত্যার ডিএনএ টেস্ট পরীক্ষার রিপোর্ট কবে আসবে তাও জানাতে পারেনি তদন্তকারী সংস্থা ডিবি।
পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা বলেছেন, একদিকে প্রজন্ম সেনাদের (ব্লগার) হত্যা ও হত্যার চেষ্টা করছে জামায়াতÑশিবির। আরেক দিকে হেফাজতে ইসলাম তাদের অভিহিত করছে ‘নাস্তিক।’ অপরদিকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাদের বলেছেন ‘নষ্ট।’ এতে তাদের নিরাপত্তা ঝুঁকি উস্কানি পেয়ে আরও বাড়ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন