পটুয়াখালী প্রতিনিধি : কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ গণজাগরণ মঞ্চের ডাকা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা শাখার সহ-সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন, সাধারণ সম্পাদক নাসরিন মোজাম্মেল এমা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফাতেমা মহিউদ্দিন চম্পা, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মোঃ শাহাবুদ্দিন প্রমুখ। গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
ভোরের কাগজ : মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন