চট্টগ্রাম অফিস : বাংলাদেশ ত্বরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী বলেছেন, জামাত-শিবিরের আঘাত এলে পাল্টা আঘাত হানা হবে। বুড়ো হয়ে গেছি। কিন্তু মনে রাখতে হবে আদা মরলেও ঝাল যায় না। তিনি বলেন, জামাত-শিবির কর্তৃক আলেম-মাশায়েখদের ওপর হামলা এলে আমরা বসে বসে আঙ্গুল চুষবো না। গত শনিবার নগরীর চেরাগী পাহাড় মোড়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে নজিবুল বশর মাইজভা-ারী হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্দেশে বলেন, আপনারা জামাতের সঙ্গে নেই ঘোষণা দিন। আমরা আলাদাভাবে হলেও আপনাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা হয়ে আন্দোলন করবো। তিনি গণজাগরণ মঞ্চের উদ্দেশে বলেন, তোমরা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ফাঁসির দাবির মধ্যে সীমাবদ্ধ থাকো। অন্য বিষয়ে আর এগুবে না। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও রসুল সম্পর্কে কটূক্তি করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দাও।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা নুরুল ইসলাম জেহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নজীবুল বশর মাইজভা-ারী বলেন, আল্লাহ-রসুলের বিরুদ্ধে কটূক্তিকারীদের খুঁজে বের করার জন্য সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিটি পুনর্গঠনের দাবি জানান। তিনি সব প্রধান ইসলামী সংগঠনের আলেম-ওলামাদের সমন্বয়ে কমিটি গঠনের দাবি জানান।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা এম এ মান্নান, মাওলানা জিয়াউল হাসান, জাকির হোসেন প্রমুখ।
ভোরের কাগজ : মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন