গাজীপুর শহরের উনিশে চত্বর মুক্তমঞ্চে গণজাগরণ মঞ্চে ভাংচুর ও লুটপাটের ছবি ও ভিডিও নিয়ে প্রদর্শনী চলছে।
গণজাগরণ মঞ্চের গাজীপুরের সমন্বয়ক জুলীয়াস চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২২ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মনির আহম্মেদ খানের নেতৃত্বে ‘হেফাজতে ইসলাম’ এর ব্যানারে জামায়াত-শিবির ও বিএনপি সমর্থকরা মিছিলসহ এসে গণজাগরণ মঞ্চে ভাংচুর চালায়।
গণজাগরণ মঞ্চের গাজীপুরের সমন্বয়ক জুলীয়াস চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২২ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মনির আহম্মেদ খানের নেতৃত্বে ‘হেফাজতে ইসলাম’ এর ব্যানারে জামায়াত-শিবির ও বিএনপি সমর্থকরা মিছিলসহ এসে গণজাগরণ মঞ্চে ভাংচুর চালায়।
এ সময় তারা জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে, শব্দযন্ত্র সরঞ্জাম, ল্যাপটপ ও প্রজেক্টর লুট করে নিয়ে যায়।
সে সময় ক্লোজ সার্কিট ক্যামেরা, মঞ্চের সদস্য ও সাংবাদিকদের তোলা ছবি নিয়ে এই উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, বলেন তিনি।
তিনি বলেন, গণজাগরণ মঞ্চের কার্যক্রমের সঙ্গে এই প্রদর্শনী অব্যাহত থাকবে।
জাগরণ মঞ্চে প্রতি শুক্র ও সোমবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক, চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন