মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৩

মহিলা পরিষদের ক্ষোভ | গণজাগরণ মঞ্চ নিয়ে খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাহারের দাবি

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শাহবাগের গণজাগরণ মঞ্চকে ‘আওয়ামী লীগ ঘরানার ও নাস্তিকদের চত্বর’ এবং শাহবাগের তরুণ প্রজন্মকে নষ্ট ছেলেমেয়ে বলে অভিহিত করায় বাংলাদেশ মহিলা পরিষদ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ১৫ মার্চ বিরোধীদলীয় নেতা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এবং অন্য এক বক্তব্যে এ ধরনের মন্তব্য করেন।

গতকাল সোমবার মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা মানবতাবিরোধী অপরাধী ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে সমর্থন করে এ ধরনের বক্তব্য দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। মহিলা পরিষদ অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানায়। বিজ্ঞপ্তি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন