সোমবার, ২৫ মার্চ, ২০১৩

যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে সংহতি সমাবেশ ও মানববন্ধন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মেলবোর্ন(অস্ট্রেলিয়া): বাংলাদেশের ৪২ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ২৪ মার্চ সকাল ১১টায় অস্ট্রেলিয়ার মেলবোর্নের প্রাণকেন্দ্র ফ্লাগস্টাফ গার্ডেনে ‘স্পিরিট ১৯৭১’ এর উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের এক সংহতি সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে মেলবোর্ন প্রবাসীরা শাহবাগের গণজাগরণ মঞ্চের আহ্বানে দেশে ও প্রবাসে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, দেশব্যাপী জামায়াত-শিবিরের সন্ত্রাস প্রতিহত করা ও যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতকে নিষিদ্ধ করার আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

‘স্পিরিট ১৯৭১’র সমন্বয়ক ওয়াজিহ আল হাসান রাজীবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আহমেদ শরীফ শুভ, ড. শ্যামল দাস, চপল চৌধুরী, আশরাফুল আলম এবং নাহিদ খান প্রমুখ। 

উপস্থিত সবার সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সদ্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সম্মানে শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন ড. নিরুপমা রহমান। গণসঙ্গীত পর্বে অংশগ্রহণ করেন নিরুপমা, চঞ্চল মন্ডল, হিমানী, কাঁকন, সুষ্মিতা, পার্থ, জুয়েল, শুভ, নাহিদ খান, শান্ত, পলাশ ও গৌতম দত্ত।

সমাবেশে উপস্থিত সবাই যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দাবিপত্রে স্বাক্ষর করেন।

লাট্রোব স্ট্রিটে মানব বন্ধনের মাধ্যমে সংহতি সমাবেশের সমাপ্তি ঘটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন