সোমবার, ২৫ মার্চ, ২০১৩

খালেদার বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল, পদক্ষেপ নেয়া হবে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ‘রাষ্ট্রদ্রোহসম’।

এজন্য বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে বলেও সাংবাদিকদের জানিয়েছেন তিনি। তবে কী পদক্ষেপ নেয়া হবে, সে বিষয়টি স্পষ্ট করেননি তিন।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। তার (খালেদা) বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।”

রোববার বগুড়ায় সমাবেশে বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, “আমাদের সেনাবাহিনী বিদেশে শান্তি রক্ষায় কাজ করে। দেশে কোনো বিশৃঙ্খলা হলে তারা বসে থাকবে না। তারা সময়মতো দায়িত্ব পালন করবে।”

খালেদা জিয়ার এই বক্তব্য সেনা ‘হস্তক্ষেপের’ উস্কানি বলে আওয়ামী লীগ নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন।

খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সোমবার বলেন, “খালেদা গণতন্ত্র ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে।”

বিরোধী নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত বলেও মত জানান তিনি।

খালেদা জিয়ার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেয়া হবে তা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাষ্ট্রদ্রোহিতা একটি অপরাধ। সুতরাং দেশের যথাযথ প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।”

এদিকে দলীয় প্রধানের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, সেনা হস্তক্ষেপের কথা বিরোধীদলীয় নেতা বলেননি। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, সেনা হস্তক্ষেপ সমর্থন করে না।

ওই সংবাদ সম্মেলনেই আগামী ২৭ ও ২৮ মার্চ হরতালের ঘোষণা দেয় বিরোধী দল।

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, হরতাল সর্বাত্মকভাবে প্রতিরোধ করা হবে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয় সাংবাদিকদের।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার ১০ জন বীরাঙ্গনাকে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন