সোমবার, ১৮ মার্চ, ২০১৩

চট্টগ্রামে দুই জামায়াত নেতা গ্রেপ্তার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
পুলিশের ওপর হামলায় জড়িত থাকা এবং সহিংস কর্মকাণ্ডে অর্থ সরবরাহের অভিযোগে চট্টগ্রামে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন- শামসুল আলম হেলালী ও সৈয়দ নুর। হেলালী লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন জামায়াতের আমীর।

লোহাগাড়া থানার ওসি মো. শাজাহান জানান, সোমবার সকালে লোহাগাড়ার চরম্বার একটি মাদ্রাসা থেকে হেলালী এবং আগের রাতে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে সৈয়দকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,  গত ২৮ ফেব্রুয়ারি পুলিশের ওপর হামলার ঘটনায় তারা দুজনই যুক্ত ছিলেন।

“হেলালী সেদিন পুলিশের ওপর হামলায় নেতৃত্ব দেন এবং সৈয়দ নুর জামায়াতের সহিংসতার জন্য অর্থের যোগান দেন।”

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর লোহাগাড়া ও সাতকানিয়ায় ব্যাপক সহিংসতা চালায় জামায়াত-শিবির। লোহাগাড়ায় এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করে তারা। সংঘর্ষে পুলিশের গুলিতে মারা যায় দুইজন।

পরবর্তীতে গত ২ মার্চ সাতকানিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত হয় আরও তিনজন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন