শুক্রবার, ১৫ মার্চ, ২০১৩

সকল গণজাগরণ মঞ্চ সংগঠিত করার উদ্যোগ

রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরের কেন্দ্রীয় গণজাগরণ মঞ্চকে সহযোগিতা করার জন্য দেশ-বিদেশের সকল গণজাগরণ মঞ্চকে সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে শুরু হওয়া এবং দেশ-বিদেশে ছড়িয়ে পড়া গণ আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মাধ্যমে অভিন্ন কর্মসূচিকে আরো বেগবান করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছেন গণজাগরণ মঞ্চ, গাজীপুরের সমন্বয়ক জুলীয়াস চৌধুরী, আসরারুল হক মাহমুদ রুমী ও অ্যাড. আসাদুল্লাহ বাদল।

জুলীয়াস চৌধুরী জানান, ‘এই উদ্যোগ ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক আহুত শাহবাগ প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চ বা অন্য কোন গণজাগরণ মঞ্চ বা সংগঠনের বিকল্প নয়। অভিন্ন কোন উদ্দেশ্যও নেই। গণজাগরণ মঞ্চ, গাজীপুরের কার্যক্রম চালাতে গিয়ে আমরা অভিভাবক, দিকনির্দেশনা ও সুদূরপ্রসারী কর্মসূচির অভাব বোধ করছি। গণ আন্দোলন থেকে পিছু হটার পথ নেই, গণজাগরণ মঞ্চ বন্ধ করলে পিঠ বাঁচবে না। সুতরাং সংগঠিত হওয়ার বিকল্প নেই।’
তিনি আরো জানান, এই উদ্যোগের মাধ্যমে সকল গণজাগরণ মঞ্চকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

সংগঠিত হওয়ার লক্ষ্যে দেশ-বিদেশের সকল গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা/ সমন্বয়কারী ও সংগঠকদের ০১৭১৩১০৯১৩০ অথরা ০১৭১১৫৪৪৪৮৩ নম্বর মোবাইল টেলিফোনে বা gonojagoronnews@gmail.com ই-মেইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন