সোমবার, ১৮ মার্চ, ২০১৩

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান সাতক্ষীরায় নিহত মামুনের স্ত্রী

প্রথম আলো | নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৮-০৩-২০১৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে চান সাতক্ষীরায় জামায়াত-শিবিরের হামলায় নিহত মামুন হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। আজ সোমবার রাজধানীর তোপখানা রোডে শহীদ আসাদ মিলনায়তনে নাগরিক প্রতিনিধিদলের সংবাদ সম্মেলনে তিনি তাঁর এই ইচ্ছার কথা জানান।
নিহত মামুন সাতক্ষীরা সিটি কলেজে ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। জান্নাতুল ফেরদৌসের ভাষ্য, ওই ঘটনার পর থেকে তিনি হুমকিতে আছেন ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসব বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে জানাতে চান।

সম্প্রতি সাতক্ষীরায় যে হামলা হয়েছে, সে বিষয়ে একটি নাগরিক প্রতিনিধিদলের সরেজমিন চিত্র তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে চোখের সামনে স্বামীকে হত্যার বর্ণনা দেওয়ার সময় মামুনের স্ত্রী কান্নায় ভেঙে পড়েন।
সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন নাগরিক প্রতিনিধিদলের সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাজীব মীর।
সম্মেলনে জানানো হয়, নাগরিক প্রতিনিধিদলের সদস্যরা দেখতে পেয়েছেন, সাতক্ষীরায় স্থানীয় প্রশাসন ও সরকার-সমর্থক জনপ্রতিনিধি ও নেতা-কর্মীরা তাণ্ডবের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেননি। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বের সঙ্গে জামায়াতের নেতাদের পারিবারিক সখ্য আছে।
সম্মেলনে ওই ঘটনার ব্যাপারে পদক্ষেপ নিতে কিছু সুপারিশ করা হয়। তা হলো: আক্রমণকারীরা যেহেতু চিহ্নিত, সেহেতু আইনি ব্যবস্থার মাধ্যমে দ্রুত বিচারের আওতায় আনা, প্রশাসনের যাঁরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা, যে রাজনৈতিক অপশক্তি ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে, সেটাকে নিষিদ্ধ করা।
নাগরিক প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, গণঐক্যের সদস্য সচিব এস এম সবুর, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসিত বরণ রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন