সোমবার, ১৮ মার্চ, ২০১৩

কিশোরগঞ্জে গণজাগরণ মঞ্চে অগ্নিসংযোগ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কিশোরগঞ্জ: সোমবার ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের সুলতানপুর গ্রামে গণজাগরণ মঞ্চ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা মঞ্চের শতাধিক চেয়ার, দু’টি টেবিল, ব্যানার ও বঙ্গবন্ধুর ছবি নিয়ে যায়।

স্থানীয় লোকজন জানান, যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার লক্ষ্যে রোববার বিকেলে ওই গ্রামে গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়। এজন্য স্থানীয় মুক্তিযোদ্ধা আবু বাক্কার সিদ্দিককে আহ্বায়ক করে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

গণজাগরণ মঞ্চটি উদ্বোধন করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ বাচ্চু। উদ্বোধনের পর বিকেল থেকে গভীররাত পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সেখানে আলোচনা সভা, বঙ্গবন্ধুর ভাষণ ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী চলে। সোমবার  ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা গণজাগরণ মঞ্চে অগ্নিসংযোগ ও লুটপাট করে।

অ্যাডভোকেট ফারুক আহমেদ বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন।

দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত খবর পেয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের (এনএসআই) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছিলেন এবং সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন