বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩

ফাঁসির রায়ে গণজাগরণ মঞ্চে উল্লাস, আনন্দ মিছিল

ঢাকা: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানারে  ফাঁসির রায় ঘোষণার খবর গণজাগরণ মঞ্চে এসে পৌঁছার পর থেকে মঞ্চে অপেক্ষমান জনতা সমস্বরে দাঁড়িয়ে উল্লাস করে। রায় ঘোষণার পরপরই তারা আনন্দ মিছিল করে।

এ সময় তাদের তালি, আলিঙ্গন ও জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো শাহবাগ। চারপাশ থেকে জনতা এসে ভিড় করে শাহবাগ প্রজন্ম চত্বরে।


আনন্দ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক সঙ্গীতা ইমাম বাংলানিউজকে বলেন,  “মানবতাবিরোধী যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায়ে আমরা আনন্দিত। তবে এখানেই শেষ নয়, বাকি যুদ্ধাপরাধীদেরও ফাঁসি চাই আমরা।”

ঢাবি ছাত্র ফেডারেশনের সভাপতি সমিয়া রহমান বলেন,  “এই রায় জনগণের প্রত্যাশর প্রতিফলন। গণজাগরণ মঞ্চের আন্দোলনের অর্জন এই রায়।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন