রাজশাহী: রাজধানীতে হেফাজতে ইসলামের সমাবেশে নারী
সাংবাদিক নাদিয়া শারমিনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি
জানিয়েছেন রাজশাহীর সাংবাদিকরা।
একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের
ওপর হামলা ও নির্যাতন বন্ধেরও দাবি জানানো হয়। মঙ্গলবার দুপুরে রাজশাহী
সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি করেন সাংবাদিক
নেতারা।
মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে জড়ো হয়ে সাংবাদিকরা
বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে জিরো পয়েন্টে মানববন্ধন করা হয়।
এ সময় অনুষ্ঠিত
সমাবেশে বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান, স্থানীয়
দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশের সম্পাদক অধ্যাপক
ফজলুল হক, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাসান মিল্লাত প্রমুখ।
কর্মসূচি
অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন, দৈনিক সানশাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুল,
আরইউজের সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান, বর্তমান সম্পাদক মামুন-অর-রশিদ,
স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের রাজশাহী বিভাগীয় সভাপতি কাজী শাহেদ, টিভি
জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ ম সাজু, সাধারণ সম্পাদক বদরুল হাসান
লিটন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য জাবিদ অপু প্রমুখ।
বক্তরা
নারী সাংবাদিক নাদিয়ার শারমিনসহ সকল সাংবাদিকের ওপর বর্বর হামলার সঙ্গে
জাড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে উগ্র
মৌলবাদীদের প্রতিহত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন