বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

ধর্মের নামে মানবতা বিরোধী অপরাধ করছে যুদ্ধাপরাধীদের দোসররা

চট্টগ্রাম: যুদ্ধাপরাধীদের রক্ষায় তাদের দোসররা ধর্মের নামে চরম মানবতা বিরোধী অপরাধ করছেন বলে মন্তব্য করেছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় মহিউদ্দিন এ মন্তব্য করেন।


তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য তাদের দোসররা সারাদেশ জুড়ে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। প্রিয় মহানবীর নামে তারা যেসব মানবতা বিরোধী কাজ করছে তার পরিণতি কখনও ভাল হবেনা। যুদ্ধাপরাধীদের দোসররা ধংস হয়ে যাবে।`

মহিউদ্দিন বলেন, ‘৭১ সালের ১৭এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে রাষ্ট্রপতি করে অস্থায়ী মুজিবনগর সরকার গঠনের মধ্য দিয়ে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের জনগণের প্রথম অভিভাবক মুজিবনগর সরকার।’

তিনি বলেন, ‘বাঙালি জাতি হিসেবে হিসেবে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে  হবে। এজন্য বাঙালী জাতীয়তাবাদে বিশ্বাসীদের সকল ভেদাভেদ ভুলে এক কাতারে অবস্থান নিতে হবে। তাহলেই আমরা স্বাধীনতার বিরুদ্ধে শক্তিকে পরাজিত করতে পারব।’

মহিউদ্দিনের সভাপতিত্বে এবং নগর আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন একেএম বেলায়েত হোসেন, সুনীল কুমার সরকার, খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন বাবুল, মহানগর পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন, বদিউল আলম, নুরুল আলম, কাউন্সিলর গিয়াস উদ্দিন, নগর যুবলীগের সভাপতি চন্দন ধর, মহিলা লীগ নেত্রী নিলু নাগ, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান তারেক, আজিজুর রহমান আজিজ প্রমুখ।

এদিকে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার বিকেলে নগরীর দোস্ত বিল্ডিংয়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সহ-সভাপতি সিরাজউদ্দৌলাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মঈনুদ্দিন, ফখরুদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন, ইউনুচ গণি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ পালিত, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, জেলা ছাত্রলীগ সভাপতি বখতেয়ার সাঈদ ইরান বক্তব্য রাখেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন