বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

সাতকানিয়ায় জামায়াত কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ডলু ব্রিজ থেকে মো. জসিম উদ্দিন (৪৩) নামে এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর সাতকানিয়ায় জামায়াত-শিবির যে তান্ডব চালিয়েছিল, সে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে।


এছাড়া জসিম উদ্দিন তান্ডবের সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করেছিল বলে জানান ওসি।

জসিম উদ্দিনের গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজালনগরে।

এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে মাসুদ হেলালিকে নলুয়া এবং শহীদকে দেওদিঘী এলাকা থেকে আটক করে পুলিশ।

গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর সাতকানিয়া, লোহাগাড়া উপজেলা এবং পাশের উপজেলা বাঁশখালীতে ব্যাপক সহিংস তান্ডব চালায় জামায়াত-শিবির। তান্ডবে পাঁচজন নিহত এবং পুলিশসহ বহু লোক আহত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন