মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

রূপগঞ্জে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করা ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ভুলতা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তব্যে রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আল-আমিন দুলাল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, মহিবুর রহমান, বেলায়েত হোসেন, নুরুল ইসলাম কাঞ্চন, তমিজ উদ্দিন, সোনা মিয়া, মতিন মিয়া, ইসলাম, ইয়াদ আলী, সামসুল আলম প্রমুখ।

সমাবেশ শেষে মুক্তিযোদ্ধার একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ করে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন