বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

সিলেটে গণজাগরণ মঞ্চের সমাবেশ শুক্রবার

সিলেট: যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার বিকেলে চা শ্রমিক-জনতা সমাবেশের আয়োজন করেছে সিলেটের গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় খাদিম চা বাগানের শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।


বুধবার রাতে সিলেট গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলের সমন্বয়ক কবির আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৯ এপ্রিল খাদিম চা বাগানে গণহত্যা চালিয়েছিল পাক সেনারা। এতে শহীদ হন প্রায় ৪০ জন চা শ্রমিক। এই দিনটিকে স্মরণ করে ও শহীদ চা শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯ এপ্রিল খাদিম চা বাগানে চা শ্রমিক-জনতা সমাবেশের আয়োজন করেছে গণজাগরণ মঞ্চ।

এ সমাবেশে সব চা শ্রমিকসহ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বার জানিয়েছেন সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠকরা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন