বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, স্বাধীনতার পরাজিত শত্রুরা জাতির
জনককে হত্যা করে গত তিন দশকে নিজেদের শক্তি সংহত করেছে। তারা '৭১ সালে এত
বেশি অপরাধ করেছে যে, একেকজনকে একশ'বার করে ফাঁসি দিলেও অপরাধের তুলনায় তা
কম হয়ে যাবে। শিক্ষামন্ত্রী গতকাল সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন
উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রুমা
চক্রবর্তী, ইউএনও শহীদুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ আলী আহমদ, উপজেলা আওয়ামী
লীগ সভাপতি আবদুল হাসিব মনিয়া ও শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল
ইসলাম আউয়াল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন