ফেনী: ফেনী শহরের জামায়াতের আল জামিয়াতুল ফালাহিয়া কামিল
মাদ্রাসায় পুলিশের ওপর হামলার ঘটনায় ৫২ জনের নাম উল্লেখ করে
জামায়াত-শিবিরের ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ফেনী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মাহফুজুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন ।
বৃহস্পতিবার রাতে ফেনী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মাহফুজুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন ।
এদিন সকালে হরতাল চলাকালে জামায়াত-শিবির কর্মীরা পিকেটিং করার চেষ্টাকালে পুলিশ বাধা দিলে পুলিশের ওপর হামলা করে নেতাকর্মীরা। এ হামলায় পুলিশের ৪ সদস্য আহত হন।
এ সময় পুলিশ আত্মরক্ষার্থে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে ও ফালাহিয়া মাদ্রাসা থেকে ৬ জনসহ ৮ শিবির কর্মীকে আটক করে।
ফেনী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন