শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৩

হেফাজতের দাবি প্রত্যাখ্যান করে নারীসমাজের সমাবেশ

বরিশালে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি প্রত্যাখ্যান করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে সম্মিলিত নারী ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই জামায়াত ইসলামীর আড়ালে হেফাজতে ইসলাম দেশকে অস্থির করে তুলেছে। দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
দেশের নারীসমাজ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলবে। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে হেফাজতে ইসলামীর ১৩ দফা দাবি প্রত্যাখ্যান করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সম্মিলিত নারীসমাজের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস, উপজেলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, কাউন্সিলর কোহিনূর বেগম ও অমৃত লাল দে কলেজের অধ্যাপিকা টুলু রানী কর্মকার প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন