শনিবার, ৬ এপ্রিল, ২০১৩

শাহবাগ নিয়ে কটূক্তি, একজন আটক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শাহবাগের গণজাগরণ মঞ্চ নিয়ে কটুক্তি করায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে আন্দোলনকারীরা।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে সেলিম সাইদ (৩০) নামের ওই ব্যক্তি আটক করা হয়।

সেলিম সাইদ শাহবাগ থানায় নিজেকে আল জাজিরার সাবেক সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক এবং ব্রিটিশ নাগরিক বলে দাবি করেন।


স্বপন নামে গণজাগরণ মঞ্চের এক কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেলিম এক বয়স্ক লোকের সঙ্গে তর্ক করতে করতে বলেন, ‘শাহবাগে যত সব ভন্ডামী হচ্ছে’।

এ কথা শুনে স্বপন এগিয়ে গেলে তাকেও সেলিম এ কথা বলেন। এ কথা শুনে আন্দোলনকারীরা তাকে পুলিশে দেয়। পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজনকে আটক করে আমাদের কাছে দিয়েছে আন্দোলনকারীরা। আমরা তার বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেব।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, এ বিভাগে সৈয়দ সেলিম আহমেদ নামে একজন খণ্ডকালীন শিক্ষক ছিলেন। তবে তার বিরুদ্ধে ভূয়া সনদ ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ থাকায় তাকে চাকরিচ্যুত করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন