শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

চৈত্র সংক্রান্তি ও নববর্ষে গণজাগরণ মঞ্চের কর্মসূচী

চৈত্র সংক্রান্তি উপলক্ষে আজ ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। নানা আয়োজনের মধ্য দিয়ে রাতভর জেগে থাকবে শাহবাগ। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি, জামায়াত-শিবির নিষিদ্ধসহ ৬ দফা দাবিসহ বর্ষবরণ উপলক্ষে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত গণজাগরণ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দেশের বরেণ্য শিল্পীরা গান পরিবেশন করবেন। বিকেল চারটায় অনুষ্ঠিত হবে মহা-সমাবেশ।
সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচী ঘোষণা করবেন আন্দোলনকারীরা। সমাবেশে ঢাকাসহ বিভিন্ন জেলা উপজেলার সর্বস্তরের মানুষকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রজন্মযোদ্ধারা।

চলমান কর্মসূচী প্রসঙ্গে ডা. ইমরান বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমাদের আন্দোলন থামবে না। দেশ আজ জেগে উঠেছে। সকলেই যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছেন। ১৪ এপ্রিলের মহা-সমাবেশ সফল করতে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন