শনিবার, ৬ এপ্রিল, ২০১৩

নারী সাংবাদিককে পেটানোর প্রতিবাদে রোববার নারীসমাবেশ

ঢাকা: রাজধানীতে শনিবার হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে দায়িত্ব পালনকালে এক নারী সাংবাদিককে বেধড়ক পেটানোর প্রতিবাদে সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

রোববার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

নারীদের পক্ষ থেকে এ সমাবেশের ঘোষণা দেন অভিনেত্রী রোকেয়া প্রাচী।  


উল্লেখ্য, একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাদিয়া শারমিন শনিবার দুপুরে পল্টন এলাকায় দায়িত্ব পালনকালে শারীরিকভাবে লাঞ্ছিত হন।

এ সময় বাঁচতে তিনি দিগন্ত টিভির কাছে গেলে সেখানেও তাকে কিল-ঘুসি ও লাথি মারা হয়। এরই প্রতিবাদে রোববার প্রতিবাদী সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিনেত্রী রোকেয়া প্রাচী বাংলানিউজকে বলেন, “নারী সাংবাদিকদের কর্মক্ষেত্রে স্বাধীনতা নিশ্চিত করা ও হামলার প্রতিবাদে রোববার ৩টার জাতীয় প্রেসক্লাবের সামনে নারীদের প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হবে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন