বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

বিএনপি-জামায়াত জোট নাশকতা করলে কঠোর আইনি ব্যবস্থা


আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোট নাশকতা ও সহিংসতা সৃষ্টি করলে কঠোর আইনি ব্যবস্থা নেবে সরকার। এ ক্ষেত্রে নমনীয়তা বা শৈথিল্য দেখানো হবে না। যত বড় নেতাই হোক, নৈরাজ্য বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
গতকাল মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে সরকারের কঠোর অবস্থানের সিদ্ধান্তের কথা জানানো হয়। সন্ধ্যা সাতটায় শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক চলে।
সূত্র জানায়, বৈঠকে নওগাঁ-৫ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নের ব্যাপারে আলোচনা ছাড়াও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়েও আলোচনা হয়। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচার, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিসহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপি-জামায়াত জোটের ঘন ঘন হরতালে উদ্বেগ প্রকাশ করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মৃত্যুতে শূন্য হওয়া নওগাঁ-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক দলের নেতাদের কাছে ১৫ এপ্রিল থেকে মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু হবে। ১০ হাজার টাকা মূল্যের এই আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ এপ্রিল। জানা গেছে, ১৯ এপ্রিল সন্ধ্যা সাতটায় দলের সংসদীয় বোর্ডের সভা হবে। ওই সভায় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে উপনির্বাচনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হবে। আব্দুল জলিল গত ৬ মার্চ ইন্তেকাল করেন।
সংসদীয় বোর্ডের সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমদ প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন