শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৩

হোয়াইট হাউজের সামনে জামায়াত বিরোধী বিক্ষোভ

ঢাকা: জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত হিন্দু সম্প্রদায়ের সদস্যরা।

একই সঙ্গে তারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘুদের রক্ষার দাবি জানান।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ করে তারা এ দাবি জানান।


বিক্ষোভ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে দাবিনামা সম্বলিত একটি স্মারকলিপিও দেওয়া হয়।

বার্তা সংস্থা পিটিআই জানায়, বিক্ষোভে ‘আমরা বাংলাদেশে তালেবানিকরণ চাইনা’এবং ‘হিন্দুদের বাঁচান’ স্লোগান দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, ‘আমরা সবাইকে একতাবদ্ধ হয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরূদ্ধে অবস্থান ও রায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই।’’

বিক্ষোভ থেকে সংখ্যালঘু নির্যাতন মোকাবেলায় মনিটরিং সেল গঠনেরও আহ্বান জানানো হয়।

ভারতীয়-আমেরিকান বুদ্ধিজীবী ফোরাম ও আমেরিকান হিন্দু ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ওই বিক্ষোভের আয়োজন করে।

এদিকে, ‘আমেরিকান ইউনাইটেড ফর হিউম্যান রাইটস’ নামে অপর একটি সংগঠন যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখার দাবিতে আগামী শনিবার এক মহাসমাবেশের ডাক দিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন