শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৩

ফেনীতে ৮ শিবির কর্মী আটক

ফেনী: ফেনীতে বৃহস্পতিবারের শিবিরের হরতাল চলাকালে পুলিশ আল জামিয়াতুল ফালাহিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে ৮ শিবির কর্মীকে আটক করেছে।

তবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে, হরতালে পিকেটিংকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পুলিশের গুলিতে শহীদুল ইসলাম (২০) ও জান্নাতুল করিম (২২)  ও তৌহিদুল ইসলাম (২৫) তিন শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা শিবির সভাপতি জাহিদুল ইসলাম।


তবে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা অস্বীকার করে শিবিরের ছোঁড়া ইটপাটকেলে চার পুলিশ সদস্য আহত হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক।

প্রত্যক্ষদর্শী ও ‍পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ১১টার দিকে শহরের জামায়াত আল জামিয়াতুল ফালাহিয়া মাদ্রাসা এলাকায় ও রাস্তায় গাছের গুটি ফেলে যান চলাচল বন্ধের চেষ্টা চালায় শিবির কর্মীরা। এ সময় পুলিশ শিবির কর্মীদের ধাওয়া করলে তারা পুলিশের উপর ইটপাটকেল নিয়ে নিক্ষেপ করে। এতে চার পুলিশ সদস্য আহত হয়। তবে তাদের নাম জানা যায়নি।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও আট রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।

পরে পুলিশ ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে আট শিবির কর্মীকে আটক করে। এ সময় রাস্ত‍া থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি ককটেল উদ্ধার করে পুলিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন