বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে সামনে রেখে গণজাগরণ
মঞ্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাত ৯টায় শাহবাগ গণজাগরণ
চত্বরের মিডিয়া সেলে কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের আহবায়ক ডা. ইমরান
এইচ সরকার।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ মার্চ স্কুল-কলেজগুলোতে সুবিধাজনক সময়ে বাংলা পাঠ্যবই থেকে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ে শোনানো ও এ ব্যাপারে আলোচনা। দেশের প্রতিটি স্কুল-কলেজকে এ কর্মসূচি পালনের আহবান জানান ইমরান এইচ সরকার।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ মার্চ স্কুল-কলেজগুলোতে সুবিধাজনক সময়ে বাংলা পাঠ্যবই থেকে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ে শোনানো ও এ ব্যাপারে আলোচনা। দেশের প্রতিটি স্কুল-কলেজকে এ কর্মসূচি পালনের আহবান জানান ইমরান এইচ সরকার।
তিনি আরও জানান, ওইদিন বিকাল
৫টা থেকে গণজাগরণ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সন্ধ্যায় রয়েছে ২৫
মার্চের কালোরাত স্মরণে মৌন পদযাত্রা। এসময় দেশের বিভিন্ন স্থানের গণজাগরণ
মঞ্চ পদযাত্রা থেকে শুরু হয়ে সেসব এলাকার শহীদ মিনারে এসে শেষ হবে। দেশের
যেসব এলাকায় গণজাগরণ মঞ্চ নেই, সেসব এলাকায় নিজ উদ্যোগে এ কর্মসূচি পালনের
আহবান জানানো হয়।
এছাড়া রাত ১১টায় শাহবাগ থেকে মূল পদযাত্রা শুরু
হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবে। শহীদ মিনারে ১১টা ২৯ মিনিট থেকে ১১টা ৩১
মিনিট পর্যন্ত নিরবে দাঁড়িয়ে একাত্তরকে স্মরণ করা হবে। এ কর্মসূচির নাম
দেওয়া হয়েছে ‘ফিরে যাই একাত্তরে’। একই সময় দেশে-বিদেশে যে যেখানে আছে
একইভাবে দাঁড়িয়ে কালোরাতকে স্মরণ করার আহবান জানান ইমরান এইচ সরকার।
সেখান
থেকে রাত ১১টা ৩৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের গণকবরে
শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। সেখানে ২৫ মার্চের কালোরাতকে স্মরণ করে রাত
১১টা ৫৬ থেকে ১১টা ৫৮ মিনিট পর্যন্ত মোমবাতি নিভিয়ে নিরবতা পালন করা হবে।
২৬
মার্চ স্বাধীনতা দিবসে সকাল ৭টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে
শাহবাগের গণজাগরণ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সেখান থেকে
একটি প্রতিনিধি দল সাভারে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দেবে। বিকেল ৪টায় শাহবাগ
গণচত্বরে মুক্তিযোদ্ধা জনতার সমাবেশ অনুষ্ঠিত হবে। রাত ৮টায় স্বাধীনতার ৪২
বছর পূর্তি উপলক্ষে ৪২টি ফানুস ওড়ানো হবে। এছাড়া গণজাগরণ চত্বরে দিনভর
সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
ইমরান এইচ সরকার আরও বলেন, “আমরা ২৫
মার্চের মধ্যে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু
নিষিদ্ধ করার ব্যাপারে সরকার এখনও কোনো উদ্যোগ নেয়নি। আমরা আশা করবো ২৬
মার্চের মধ্যেই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। তা না হলে ২৬ মার্চের পরে
কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন ব্লগার মারুফ রসূল, খান আসাদুজ্জামান মাসুম, শাকিল আহমেদ অরণ্য প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন