রবিবার, ১৭ মার্চ, ২০১৩

জামায়াত একাত্তরের বীভৎসতা চালিয়েছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সাতক্ষীরাঃ জামায়াতে ইসলামী ঠিক একাত্তরের বীভৎসতার পুনরাবৃত্তি ঘটিয়েছে বলে দাবি করেছেন নাগরিক প্রতিনিধি দলের সদস্যরা।

শনিবার সাতক্ষীরায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তারা প্রেসক্লাবে সাংবাদিকদের একথা বলেন।

গত ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাইদীর মৃত্যুদণ্ড দেয়ার পর সারাদেশে দলটির নেতাকর্মীরা ব্যাপক তাণ্ডব চালায়।

প্রতিনিধি দল সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুনের বাড়ি-ঘর পরিদর্শন করেন। ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরকর্মীরা মামুনকে পিটিয়ে হত্যা করে।

এরপর প্রতিনিধি দল যায় সদরের আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক নজরুল ইসলামের কুচপুকুরের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে, যেখানে ভাংচুরকৃত ও অগ্নিসংযোগ করা হয়।

পরে সদরের বুধহাটা ও ফিংড়ি ইউনিয়নে হিন্দুদের ভাংচুর করা দোকানপাট পরিদর্শন করেন।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাসের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল সাতক্ষীরা যান।

সাংবাদিকদের তারা বলেন, ধর্মান্ধ জামায়াত-শিবির সাতক্ষীরায় বর্বরোচিত হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছে। তাদের বাড়িঘর, দোকানপাটে আগুন দিয়ে একাত্তরের বীভৎসতার পুনরাবৃত্তি ঘটিয়েছে।

এদের সমূলে নিধন করতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সরকার ও স্থানীয় প্রশাসনের ব্যর্থতার কারণে এ তাণ্ডব চালানো সম্ভব হয়েছে মন্তব্য করে তারা বলেন, ক্ষতিগ্রস্তদের যথেষ্ট ক্ষতিপূরণ দিতে হবে।

তারা মামুন হত্যাকারীসহ তান্ডব সৃষ্টিকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

মুক্তিযুদ্ধের চেতনায় জামায়াত-শিবির চক্রকে প্রতিহত করতে না পারলে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার মর্যাদা নষ্ট হবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

সাতক্ষীরায় জামায়াত-শিবিরের তাণ্ডবে প্রশাসনের অবহেলাকারীদের চিহ্নিত করে তাদের শাস্তিরও দাবি জানান তারা।

প্রতিনিধি দল সাতক্ষীরা সদর থানার ওসি গাজী ইব্রাহিমের দায়িত্বে অবহেলার কথা উল্লেখ করেন।

এর আগে গত মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

সেসময় তিনিও সাতক্ষীরা সদর থানার ওসি গাজী মোহাম্মাদ ইব্রাহীমের দায়িত্বে গাফিলতির কথা উল্লেখ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন