সমকাল, জামালপুর প্রতিনিধি
যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন ও লুটপাটের প্রতিবাদে রোববার জামালপুর শহরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।
যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন ও লুটপাটের প্রতিবাদে রোববার জামালপুর শহরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।
জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী চত্বরে এসে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধারা সেখানে মানববন্ধন করেন। শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের সংগঠক রেজাউল করিম হীরা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক এমপি শফিকুল ইসলাম খোকা, জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু, বার জহুরুল হক মুন্সী বীরপ্রতীক, সাংগঠনিক কমান্ডার ইঞ্জিনিয়ার আবদুর রশীদ, ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মানিকুল ইসলাম মানিক, মেলান্দহের কমান্ডার আবদুল মান্নান, সাংবাদিক মোস্তফা বাবুল, মুক্তিযোদ্ধা সন্তান যুব কমান্ডের আহ্বায়ক আবু জাফর, উদীচীর সদস্য সৈয়দ তানভীর আহম্মেদ প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন