শনিবার, ১৬ মার্চ, ২০১৩

জামায়াত-শিবির নিষিদ্ধে সরকারের অবস্থান জানতে চান বিশিষ্ট নাগরিকরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে নাগরিক সমাজের মহাসম্মেলন শুরু হয়েছে।

শনিবার সকালে এই সমাবেশে দেশের বিশিষ্ট নাগরিকগণ অংশ নিয়েছেন। এদের মধ্যে রয়েছেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন সংগঠন, আইনজীবীসহ পেশাজীবীরা।
সমাবেশে বক্তব্য রাখবেন- অধাপক সালাউদ্দিন আহমেদ, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, কবি সৈয়দ শামসুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মো. ফরাস উদ্দিন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান, ড. সারোয়ার আলী, অধ্যাপক আব্দুল মান্নান, ড. মুহম্মদ জাফর ইকবাল, সাংবাদিক আবেদ খান, মানবাধিকার নেত্রী সুলতানা কামাল, সাহিত্যিক সেলিনা হোসেন, আইনজীবী শাহদীন মালিক, বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম, ব্যারিস্টার আমীরুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল হক, অর্থনীতিবিদ ড. আবুল বারকাত, কাজী খলিকুজ্জামান, কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহীম খালেদ, সুজন সভাপতি বদিউল আলম মজুমদার, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, শাহরিয়ার কবীর, অর্থনীতিবিদ এমএম আকাশ, মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী, অধ্যাপিকা পান্না কায়সার, কালের কণ্ঠ সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা আলী যাকের, শমী কায়সার, নাট্যকার মামুনুর রশীদ, নায়ক আলমগীর, সুবর্ণা মুস্তাফা, পীযুষ বন্দোপাধ্যায়, এটিএম শামসুজ্জামান, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুসহ আরো অনেকে।

সম্মেলন থেকে অবিলম্বে যুদ্ধাপরাধী এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছেন বক্তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন