বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম: মহান মুক্তিযুদ্ধে ও যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রামে গণজাগরণ নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আগামী
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে নগরীর চেরাগি পাহাড় মোড়ে দিনব্যাপী এ
কর্মসূচীর আয়োজন করেছে চট্টগ্রামে সাম্প্রতিক গণজাগরণের উদ্যোক্তা সংগঠন
সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ, চট্টগ্রাম।
আগামী
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ কর্মসূচীর উদ্বোধন করবেন একাত্তরের ঘাতক দালাল
বিরোধী আন্দোলনের পথিকৃৎ, শহীদ জায়া বেগম মুশতারী শফী।
শনিবার
বিকেলে নগরীর মোমিন রোডে সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ, চট্টগ্রামের
অস্থায়ী কার্যালয়ে এক সভায় এ কর্মসূচী নির্ধারণ করা হয়েছে।
সংগঠনের
যুগ্ম আহবায়ক ইউসুফ সোহেল বাংলানিউজকে জানান, চেরাগি পাহাড় মোড়ে দৈনিক
সুপ্রভাত বাংলাদেশ কার্যালয়ের প্রবেশপথের সামনে সকাল ৯টা থেকে আলোকচিত্র
প্রদর্শনী শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।
প্রদর্শনীতে
মহান মুক্তিযুদ্ধ নিয়ে দুর্লভ বেশকিছু আলোকচিত্রের পাশাপাশি প্রেসক্লাব
চত্বরে গণজাগরণ কর্মসূচী নিয়ে চট্টগ্রামের আলোকচিত্র সাংবাদিকদের তোলা
বেশকিছু ছবিও স্থান পাবে বলে তিনি জানান।
কর্মসূচীতে
মুক্তিযুদ্ধের সপক্ষের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের
নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সভায় আহবান জানানো হয়েছে।
সাম্প্রদায়িকতা
বিরোধী তরুণ উদ্যোগের আহবায়ক শরিফ চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শ্যামল ধর, ইউসুফ সোহেল,
প্রীতম দাশ, রুবেল দাশসহ সংগঠনের সদস্যরা।
জামায়াত-শিবিরের
রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করাসহ পাচঁ দফা দাবিতে
গত ডিসেম্বর থেকে বিভিন্ন আন্দোলন কর্মসূচী পালন করে আসছে সাম্প্রদায়িকতা
বিরোধী তরুণ উদ্যোগ।
গত ৫ ফেব্রুয়ারি
মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা আব্দুল কাদের
মোল্লার রায় ঘোষণার পর নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।
পরদিন
বিকেল থেকে সংগঠনটি চট্টগ্রামের মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন প্রগতিশীল
সংগঠন ও নাগরিকদের নিয়ে প্রেসক্লাব চত্বরে গণঅবস্থান কর্মসূচী শুরু করে। এ
কর্মসূচী পরবর্তীতে সার্বজনীন রূপ পেয়ে গণজাগরণ মঞ্চে রূপ নেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন