টরন্টো, ১১ ফেব্রুয়ারি- গত শনিবার বিকেলে টরন্টোর বাঙাল অধু্যষিত এলাকা
ড্যানফোর্থ এন্ড ভিক্টোরিয়া পার্ক এলাকায় প্রবাসী বাঙালিদের এক বিশাল গণ
সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকার 'প্রজন্ম চত্ত্বর'-এ অনুষ্ঠিত চলমান আন্দোলনের
সাথে একাত্মতা জানিয়ে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত
বাংলাদেশী শিক্ষার্থীদের উদে্যাগে এ সমাবেশের উদে্যাগ নেয়া হয়। তাদের এ
উদে্যাগকে সাফল্যমন্ডিত করার জন্য টরন্টোর সাংস্কৃতিক কর্মীবৃন্দ,
ব্যবসায়ী ও সংবাদপত্রসেবীরা এগিয়ে আসেন। বৈরি আবহাওয়ার মধে্যও টরন্টো ও
তার আশে পাশের শহর থেকে নির্দিষ্ট সময়ের আগেই শত শত বাঙালি এসে জড়ো হন
ঘরোয়া রেষ্টুরেন্টের আঙিনায়।
একদিকে মাইনাস ১৫, তার উপর তুষারের স্তুপ। কোন কিছুই দমাতে পারেনি বাঙালির
অদম্য ইচ্ছাশক্তিকে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শিশু কিশোর, প্রবীন
বৃদ্ধ ছুটে আসেন এ সমাবেশে অংশ নিতে। নানান ধরনের প্লেকার্ড বুকে ঝুলিয়ে
এই ঠাণ্ডার মধে্য শত শত লোককে দাঁড়িয়ে থাকতে দেখে পথচারীরাও থমকে
দাঁড়ায়। সমাবেশে অংশগ্রহনকারীদের গগণ বিধারী শ্লোগানে শ্লোগানে মুখরিত
হয়ে ওঠে গোটা এলাকা। সকলের একই কথা-'রাজাকার মুক্ত বাংলাদেশ চাই'। প্রজন্ম
চত্ত্বরের আহবানে সাড়া দিয়ে টরন্টোর বাঙালিরাও রাজাকারদের বাণিজি্যক
প্রতিষ্ঠান বর্জনের আহবান জানান। সবশেষে আবৃত্তি, দেশাত্মবোধক গান এবং
মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন