রবিবার, ৩১ মার্চ, ২০১৩

জাগরণের পদযাত্রা সংসদ অভিমুখে

গণজাগরণ সংবাদ
যুদ্ধপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয়দফা দাবিতে আজ রোববার জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করবে গণজাগরণ মঞ্চ।
এর মাধ্যমে সারাদেশে গণস্বাক্ষরের মাধ্যমে সংগৃহীত গণরায় স্পিকারের হাতে তুলে দেয়া হবে।


সকাল ১১টায় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে গণজাগরণ মঞ্চের কর্মীরা জাতীয় সংসদ অভিমুখে রওনা দেবে বলে গণজাগরণ মঞ্চের এক বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গণজাগরণ মঞ্চ আশা করে জাতীয় সংসদ এই গণস্বাক্ষরের মাধ্যমে অর্জিত গণরায়ের প্রতি সম্মান প্রদর্শন করে সাধারণ মানুষের প্রাণের দাবি গণজাগরণ মঞ্চের ছয়দফা বাস্তবায়নে এগিয়ে আসবেন ও কার্যকর ভূমিকা গ্রহণ করবেন।

২১ ফেব্রুয়ারি থেকে এক মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে প্রায় এককোটি স্বাক্ষর সংগৃহিত হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিবৃতিতে বলেন, গণজাগরণ মঞ্চের সকল কর্মসূচি নেয়া হয়েছে ঐক্যমতের ভিত্তিতে এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ায়। দেশবাসী এ কর্মসূচির সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে একাত্ম হয়েছেন।

শনিবার গণজাগরণ মঞ্চ প্রতিবাদী গান, কবিতা, স্লোগান আর মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে শনিবার ৫৪তম দিন পার করেছে।

1 টি মন্তব্য:

  1. গণজাগরণ জনগণের অধিকার
    রাস্টের স্বাধীনতায় এক্য আওয়াজ জনতার
    অপশক্তি পদধলে শান্তির নিশান তুলে
    সাম্যবাদের শিহরনে বিজয় আনে আলোর মিছিলে ।

    উত্তরমুছুন