বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

বরিশালে ডা. ইমরানসহ আট ব্লগারের বিরুদ্ধে করা অভিযোগ খারিজ

গণজাগরণ সংবাদ
শাহবাগ গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকারসহ ৮ ব্লগারের বিরুদ্ধে বরিশালে দায়ের হওয়া নালিশী মামলাটি খারিজ করে দিয়েছে আদালত।

বুধবার প্রধান মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মাসুদুর রহমান তা খারিজ করে দেন।

বাদী পক্ষের আইনজীবী মজিবর রহমান নান্টু জানান, অভিযোগের বিপরীতে প্রয়োজনীয় তথ্য প্রমাণ না থাকায় এবং অভিযোগে ক্রটি থাকার কারণে ২০৩ ধারায় বিচারক মাসুদুর রহমান নালিশী অভিযোগটি খারিজ করে দেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে বাংলাদেশ দণ্ডবিধি আইনের ২৯৫-ক/১০৯ ধারায় গত ২৫ মার্চ (সোমবার) একই আদালতে মামলাটি দায়ের করেন আইনজীবী সুলতান আহম্মেদ খান। ওইদিন শুনানি না করে ২৭ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য ছিল।

ওই মামলায় ডা. ইমরান এইচ সরকারকে প্রধান আসামি করা হয়। এছাড়া ব্লগার আসিফ মহিউদ্দিন, আরিফুর রহমান, অমি রহমান পিয়াল, ইব্রাহিম খলিল, বিপ্লব, হাসান ও আরিফ জেবতিক মামলার আসামি করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন