রবিবার, ৩১ মার্চ, ২০১৩

অস্ট্রেলিয়ার মন্ত্রীর সঙ্গে গণজাগরণ মঞ্চের সাক্ষাৎ

সিডনি: অস্ট্রেলিয়ার গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা দেশটির প্রভাবশালী মন্ত্রী টনি বুর্কের সঙ্গে সাক্ষা‍ৎ করেছেন।

গত ২৮ মার্চ এ সাক্ষাতে মন্ত্রীকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারের বিরুদ্ধে জামায়াত-শিবিরের তাণ্ডব সম্পর্কে অবহিত করেন।

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় স্থায়িত্ব, পরিবেশ, জনসংখ্যা বিষয়ক মন্ত্রী টনি বুর্ক এমপি গণজাগরণ মঞ্চের কথা মনোযোগ দিয়েন শোনেন।

গণজাগরণ মঞ্চের কর্মীরা মন্ত্রীকে বাংলাদেশে চলমান আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, বর্তমান পরিস্থিতি, জামায়াত-শিবিরের তাণ্ডব সম্পর্কে অবহিত করেন।

টনি বুর্ক একাত্তরে সংঘটিত গণহত্যা, নারী ধর্ষণসহ মানবতার বিরুদ্ধে সংঘটিত যাবতীয় অপরাধের বিপক্ষে অত্যন্ত জোরালো অবস্থান ব্যক্ত করেন। যুদ্ধাপরাধের বিচারের প্রতি অস্ট্রেলিয়ার নৈতিক সমর্থন রয়েছে বলেও স্পষ্ট করেন তিনি।

প্রসঙ্গত, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে অস্ট্রেলিয়ার অবস্থান স্মর্তব্য।

মঞ্চের পক্ষ থেকে মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় ছিলেন শীর্ষেন্দু নন্দী, এমদাদ হক, ড. নুর উর রহমান খোকন, ফারাহ কান্তা, দীদার হোসেইন ও আব্দুল্লাহ আল নোমান শামীম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন