সমকাল
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের মামলায় সাক্ষীদের নিরাপত্তা জোরদার করতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের মামলায় সাক্ষীদের নিরাপত্তা জোরদার করতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি ফ্যাক্সযোগে বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। জেলাগুলো হলো_ ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, ফরিদপুর, শেরপুর, রংপুর, পাবনা, জয়পুরহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার ও হবিগঞ্জ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন জেলায় পাঠানো চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা সংশ্লিষ্ট ভিকটিম, সাক্ষী এবং তাদের পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে ডিসি ও এসপিদের দাফতরিক দায়িত্বের বাইরে ব্যক্তিগত দায়িত্ব হিসেবে বিবেচনা করার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার ভিকটিম ও সাক্ষীদের জেলা পর্যায়ে নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে তদারকি করার জন্য গঠিত জেলা কমিটির প্রধান হচ্ছেন ডিসিরা। এ ছাড়া আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে এসপিদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন