শনিবার, ১৬ মার্চ, ২০১৩

জনগণের ভয়েই 'জাগরণ মঞ্চ' ভেঙে দিতে চান খালেদা

যাযাদি রিপোর্টআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জনগণকে ভয় পায় বলেই বিরোধীদলীয় নেতা গণজাগরণ মঞ্চ ভেঙে দিতে চান। শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার প্রস্তুতি দেখতে গিয়ে হানিফ সাংবাদিকদের এ কথা বলেন। বিএনপি এবং জামায়াতের সামপ্রতিক সময়ের বিভিন্ন কর্মকাণ্ড এবং অপপ্রচারের জবাবে আগামী সোমবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ জনসভা করবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়ার কথা রয়েছে। আলোচনা করতে হলে বিএনপিকে দেশবিরোধী জামায়াত-শিবিরের সঙ্গ ছাড়তে হবে বলেও মন্তব্য করেন হানিফ।
জাতীয় যে কোনো ইস্যুতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাস করে আওয়ামী লীগ এ কথা উল্লেখ করে হানিফ বলেন, এখানে আমাদের জাতীয় সমস্যা সমাধানে আলোচনাটা মুখ্য। আমরা দুই নেত্রীকে একসঙ্গে বসলাম, চা খেলাম, চলে গেলাম এটাতো কোনো কথা নয়। বাংলাদেশের প্রধান বিরোধী দল যদি জাতীয় কোনো ইস্যু নিয়ে আলোচনা করতে চায় তাহলে আমরা তাদের অবশ্যই স্বাগত জানাই। হানিফ বলেন, আলোচনায় বসার আগে যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করুন, তাদের পরিহার করুন। আমরা চাই দেশের জন্য আলোচনা করতে হলে আগে দেশবিরোধী শক্তি ত্যাগ করতে হবে। বিএনপি জামায়াতের সঙ্গ ত্যাগ করলে আপনারা দেখবেন যে, সমস্যার প্রায় ৯০ ভাগ সমাধান হয়ে গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন