শনিবার, ২৩ মার্চ, ২০১৩

জামায়াত-শিবিরকে প্রতিরোধ করার আহ্বান মেননের

গণজাগরণ মঞ্চ সংবাদ
জামায়াত-শিবিরের অপপ্রচার ও তাণ্ডবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নিতে অবশ্যই জামায়াত-শিবিরকে প্রতিরোধ করতে হবে।

গতকাল বৃহস্পতিবার পল্টন কমিউনিটি সেন্টারে আয়োজিত সর্বদলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেনন এ আহ্বান জানান।
মেনন বলেন, যুদ্ধাপরাধী শক্তি দেশকে আজ অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। এদের উসকে দিচ্ছে প্রধান বিরোধী দল। সব ষড়যন্ত্র মোকাবিলা করে এ যুদ্ধে জনতার বিজয় প্রতিষ্ঠা করতে হবে।
এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান, মোস্তফা আলমগীর রতন, আওয়ামী লীগ নেতা কামাল চৌধুরী, ন্যাপের নাসিমা হক, কমিউনিস্ট পার্টির মো. হেদায়েত, জাসদের জাকির হোসেন, গণতন্ত্রী পার্টির কমল ঘোষ, সাম্যবাদী দলের দেলোয়ার হোসেন প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন