বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

শিবিরের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার, আটক ২৮

রাজশাহীঃ রাজশাহী নগরের সপুরা এলাকায় শিবিরের আস্তানা থেকে গতকাল মঙ্গলবার গভীর রাতে ১৯টি চাইনিজ কুড়ালসহ একটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এই যৌথ অভিযানে জিহাদি বইসহ অন্যান্য জিনিসও উদ্ধার করা হয়।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, গতকাল দিবাগত রাত একটার দিকে সপুরা এলাকা থেকে ১৯টি চাইনিজ কুড়াল, একটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় জিহাদি বই, প্রচারপত্র, পাঁচটি ব্যাংক হিসাবের কাগজ ও বিপুল পরিমাণ গোপন নথিপত্র জব্দ করা হয়। বাড়িটি ইসলামী ছাত্রশিবিরের আস্তানা হিসেবে ব্যবহূত হয়ে আসছে। ওই বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি থেকে ২৮ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের অনেকে পুলিশের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিল বলে তিনি দাবি করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন