রবিবার, ১৪ এপ্রিল, ২০১৩

প্রথম প্রধানমন্ত্রীকে গভীর শ্রদ্ধা গণজাগরণ মঞ্চের

ঢাকা: গণজাগরণ মঞ্চ গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দীন আহমেদকে।

রোববার সন্ধ্যা ৭টায় গণজাগরণ মঞ্চ আয়োজিত মহাসমাবেশে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।


তিনি বলেন, “গণজাগরণ মঞ্চ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দীনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।

তিনি বলেন, “১৯৭১ সালের আজকের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী তাজ উদ্দীন আহমেদ বিদেশি কূটনীতিক, সাংবাদিকসহ সবাইকে মুক্তাঞ্চল পরিদর্শনের আহ্বান জানান।”

ডা.ইমরান বলেন, “দীর্ঘ ৯ মাস মহান মু্ক্তিযুদ্ধের মাধ্যমে সমস্ত দেশ মুক্তাঞ্চলে পরিণত হয়। কিন্তু যুদ্ধাপরাধীরা আজও বাংলাদেশকে মুক্ত বলে স্বীকার করেনি।”

এদিকে, রোববার বিকেলে লাখো জনতা গণজাগরণ মঞ্চের আহ্বান একে অপরের হাত ধরে সম্প্রীতি পালন করেন।

বর্তমানে শাহবাগে লাখো জনতা বাংলা নববর্ষ উদযাপনে মেতে উঠেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন