মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

প্রধানমন্ত্রীর সুস্পষ্ট বক্তব্য না এলে কঠোর কর্মসূচি

আবুল হোসেন, গাজীপুর প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট বক্তব্য চাওয়া হবে বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের স্লোগানকন্যা লাকি আক্তার।
সোমবার বিকালে গাজীপুরে গণজাগরণ মঞ্চের সমাবেশে যোগ দিতে এসে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন।
যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গণজাগরণ মঞ্চ বিকালে গাজীপুরে সমাবেশ করেছে। 

লাকি বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধে দাবিতে আগামী ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হবে। সেখানে মঞ্চের দাবির ব্যাপারে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট বক্তব্য চাওয়া হবে।

ওই বক্তব্যের ওপর ভিত্তি করেই পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলেও জানান লাকি।

“প্রধানমন্ত্রীর বক্তব্য গ্রহণযোগ্য না হলে হরতাল, অবরোধ, লংমার্চ কিংবা গণঅনশনের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে,” বলেন তিনি।

জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে আমরণ অনশনকারী রুমী স্কোয়াড সম্পর্কে লাকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটাকে আন্দোলনে ভাঙন  ধরেছে বললে ভুল হবে। এতে মূল আন্দোলনে কোনো ভাটা পড়বে না, বরং তা আন্দোলনকে আরো গতিশীল করবে।

তিনি বলেন, শাহবাগে গণজাগরণ মঞ্চে ৩০৯টি সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনও অংশ নিয়েছে। এখান থেকে তারা পৃথক কর্মসূচি ঘোষণা করলেও মূল দাবিতে সবাই অনড় রয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন