রবিবার, ১৭ মার্চ, ২০১৩

যুদ্ধাপরাধীদের বিচারে বাধাদানকারীদেরও বিচার হবে: অর্থমন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিলেট: যুদ্ধাপরাধীদের বিচারে যারা বাধা দেবে তাদেরও বিচার করা হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকীতে সিলেটে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “বিংশ শতাব্দীতে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে যারা বিশ্বনন্দিত নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের অন্যতম।”

এর আগে শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দলীয় নেতাকর্মীরা।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন- দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর সভাপতি ও সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, জেলা সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী এমপি ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন