রংপুর ॥ যারা দেশে গৃহযুদ্ধ শুরু করার ঘোষণা দেয়, যারা চলন্ত বাস- ট্রেনে
অগ্নিসংযোগ করে মানুষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ সদস্যদের পুড়িয়ে এবং
পিটিয়ে হত্যা করে, যারা দীর্ঘদিনের সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িক
বিষবাষ্প ছড়িয়ে সংখ্যালঘুদের মন্দির ও বাড়ি ঘর জ্বালিয়ে তাদের ভিটেমাটি
ছাড়া করে সেসব নরঘাতক পিশাচ সন্ত্রাসীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান
জানিয়েছেন রংপুর মহানগর সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও সিটি
কর্পোরেশনের মেয়র আলহাজ সরফুদ্দিন আহমেদ ঝন্টু।
রবিবার বিকেলে রংপুর
কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে শান্তির
সমাবেশে ঝন্টু রংপুর জেলাবাসীর প্রতি এসব আহ্বান জানিয়ে জামায়াত-শিবির
নামধারী এই সন্ত্রাসী নরপিশাচদের প্রতিরোধে নগরীর প্রতিটি ওয়ার্ড এবং জেলার
প্রতিটি পাড়া মহল্লায়ও প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান তিনি। এরপর
ঘোষণাপত্র পাঠ করেন মাহমুদুল হাসান খোকন। প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও সিটি
মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিটি
কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খান, জেলা মুক্তিযোদ্ধা
কমান্ডার মোসাদেক হোসেন বাবলু, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক
এ্যাডভোকেট রেজাউল করীম রাজু, জাতীয় পার্টির আবুল মাসুদ চৌধুরী নান্টু,
মোফাজ্জল হোসেন, ওয়ার্কার্স পার্টির নজরুল ইসলাম হাক্কানী, জাসদের সাখাওয়াত
রাংগা, জেলা দোকান মালিক সমিতির সভাপতি রেজোয়ান আলী লিটন, সম্পাদক রেজাউল
ইসলাম মিলন, সাবেক পৌর মেয়র ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মোহাম্মদ
জুন্নুন, স্বেচ্ছাসেবক লীগের মোয়াজ্জেম হোসেন লাবলু, কাউন্সিলর তৌহিদুল
ইসলাম, ইদ্রিস আলী, জেফরিন ইসলাম রীপা, হারাধন রায় হারা, এ্যাডভোকেট আব্দুল
গনি, জাসদ নেতা এ্যাডভোকেট রফিকুল ইসলাম মুকুল, ছাত্রনেতা তানভীরুজ্জামান
তানভীর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন