শনিবার, ২৩ মার্চ, ২০১৩

গাজীপুরে মন্দিরে দুর্বৃত্তদের আগুন

গণজাগরণ মঞ্চ সংবাদ
গাজীপুর সদর উপজেলায় একটি মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মন্দিরে রাখা চারটি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, সদর উপজেলার কেশুরিতা মধ্যপাড়া শ্রীশ্রীলক্ষ্মীমাতা মন্দিরে গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন। তবে তার আগেই আগুনে মন্দিরে থাকা কয়েকটি প্রতিমা আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান গতকাল শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেছেন।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্যামল চন্দ্র দাস মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, মন্দিরে আগুন দেওয়ার ঘটনার তদন্ত চলছে। তদন্ত করে দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন