রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল শাখা ছাত্রশিবিরের সভাপতিসহ
পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের
পার্শ্ববর্তী মির্জাপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: হল শাখা ছাত্রশিবিরের সভাপতি ও রসায়ন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র নাজমুস সাদাত, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাজিব আহমেদ, ফলিত রসায়ন বিভাগের আবদুস সাকিব, পরিসংখ্যান বিভাগের নজরুল ইসলাম এবং হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের হাবিবুর রহমান। বাকি চারজনকে শিবিরের কর্মী সন্দেহে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার ঘোষ প্রথম আলো ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মির্জাপুর এলাকায় ওই পাঁচজন ঘোরাঘুরি করছিলেন। পুলিশের বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়। তাঁদের থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তসাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।
আটক ব্যক্তিরা হলেন: হল শাখা ছাত্রশিবিরের সভাপতি ও রসায়ন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র নাজমুস সাদাত, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাজিব আহমেদ, ফলিত রসায়ন বিভাগের আবদুস সাকিব, পরিসংখ্যান বিভাগের নজরুল ইসলাম এবং হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের হাবিবুর রহমান। বাকি চারজনকে শিবিরের কর্মী সন্দেহে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার ঘোষ প্রথম আলো ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মির্জাপুর এলাকায় ওই পাঁচজন ঘোরাঘুরি করছিলেন। পুলিশের বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়। তাঁদের থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তসাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন